মদের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল অন্ডালের ধান্ডাডিহি এলাকায়। গতকাল রাত দশটা নাগাদ অন্ডালের ধান্ডাডিহির একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার মদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। দোকানের কর্মী রামরঞ্জন মণ্ডল জানান, রাত দশটার সময় খাওয়াদাওয়া সেরে তাঁরা সিনেমা দেখছিলেন মোবাইলে। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে দোকানে এবং তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কেড়ে নেয় মোবাইল ও টর্চ। এর কিছুক্ষণ পর আরও বেশ কিছু দুষ্কৃতী গাড়ি নিয়ে আসে সেখানে এবং দোকান থেকে দেশি-বিদেশি মিলিয়ে একশো পেটিরও বেশি মদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, যার মূল্য লক্ষাধিক টাকা।
প্রশ্ন উঠছে, লকডাউনে যেখানে সমস্ত মদের দোকান বন্ধ থাকার কথা সেখানে কী ভাবে একটা দোকানে এত মদের মজুদ ছিল। অভিযোগ, লকডাউন চললেও খনি অঞ্চলে লুকিয়ে চুরিয়ে চড়া দামে মদ বিক্রি চলছে। একইভাবে গত বছর লকডাউনের সময় অন্ডালের দক্ষিণখণ্ড এলাকায় মদের দোকান থেকে মদ চুরির পর চড়া দামে মদ বিক্রির অভিযোগ উঠেছিল এলাকায়। যদিও মদের দোকানের মালিক শুভেন্দু লায়েক জানান, তিনি তাঁর কর্মচারীদের থেকে শুনেছেন কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর দোকান থেকে লক্ষাধিক টাকার মদ চুরি করে নিয়ে গেছে। তবে সঠিক ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বোঝা যায়নি সম্পূর্ণ হিসাব নিকাশ হলেই সেটা পরিষ্কার হবে। তিনি জানান, এই ঘটনায় পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। তিনি আশা করেন খুব শিগগিরই পুলিশের তদন্ত সফল হবে।