শনিবার রাতে পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামে এক ব্যবসায়ীর দোকানের বাইরে বোমাবাজির ঘটনা ঘটে। ব্যবসায়ী প্রদীপ মণ্ডল জানান, গতকাল রাতে বোমার আওয়াজ পেয়েছিলেন তিনি আজ সকালে দোকান খুলতে এসে দেখেন তারই দোকানের বাইরে বোমার চিহ্ন। এই ঘটনায় তিনি ও তাঁর পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বিজেপি নেতা সোমনাথ ভান্ডারী জানান, গতকাল তাঁরা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন এবং ওই দোকানের বাইরে তাঁরা প্রায়ই বসে থাকেন। সেজন্যই এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পান্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তিনি তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর দিকে আঙুল তুলে অভিযোগ করে বলেন, ‘নরেনবাবু এলাকায় বম-পিস্তলের রাজনীতি করছেন। মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন।’ বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতার নামে ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করবেন এবং পুলিশ যদি তাঁদের বিরুদ্ধে সদর্থক ব্যবস্থা না নেয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি। অন্যদিকে বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করে ইছাপুর পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মণ্ডল জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। তিনি পাল্টা অভিযোগ করেন, এই ঘটনার পিছনে বিজেপির দুষ্কৃতীদের হাত রয়েছে, কারণ বিজেপি এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

Like Us On Facebook