মদ্যপ চালকের হাতে ওভারলোডিং বালি বোঝাই ট্রাকের স্টিয়ারিং, আর সেই ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী গুরুতর জখম হলেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত সোদপুরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওভারলোডিং বালি বোঝাই ট্রাকটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, সোদপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা দেয়। গুরুতর জখম হন বাইকের দুই আরোহী। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে দেরিতে আসে বলে অভিযোগ।

স্থানীয়রা জখম দুই বাইক আরোহীকে নিকটবর্তী সাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের আরও দাবি কিছু বৈধ বালিঘাটের পাশাপাশি অবৈধ বালি ঘাট থেকে কিছু নেতার মদতে দিনে দুপুরে কোটি কোটি টাকার বালি পাচারের একটা চক্র কাজ করে চলেছে। অতীতে বহুবার চাষের জমি নষ্ট করে বালিঘাট যাওয়ার রাস্তা তৈরির প্রতিবাদ করেছেন স্থানীয়রা। কিন্তু কোন সুরাহা হয়নি, উল্টে আগের থেকে বালি বোঝায় গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ৫০০’র কাছাকাছি বালি বোঝাই ট্রাক যাতায়াত করে বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের একটা চক্রও এর সঙ্গে যুক্ত বলে তাঁদের দাবি। এই ঘটনার পর স্থানীয় জনতা বালিঘাট যাওয়ার রাস্তা কেটে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।

Like Us On Facebook