গণতন্ত্রের উৎসব ভোট হোক আনন্দ মুখর, রক্তপাতহীন। এবং ভোটের আগুন থেকে যাতে শিশুদের শত যোজন দূরে রাখা হয় এই দাবিতে সাইকেল নিয়ে অভিনব সংকল্প যাত্রা। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে এই সংকল্প যাত্রা যাবে দিল্লি পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ভাষা ও সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে এই সংকল্প যাত্রার আয়োজন করা হয়। সংস্থার পক্ষে কৃষ্ণেন্দু বেড়া ও অর্পণ ত্রিপাঠী সাইকেল নিয়ে এই সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেছেন। আগামী ২৫ মার্চ তাঁরা দিল্লি পৌঁছাবেন।ইতিমধ্যেই রাজ্যপাল ও মুখ্যনির্বাচন কমিশনারকে তাঁরা এই মর্মে স্মারকলিপি দিয়েছেন। এবার দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনারকে এই মর্মে স্মারকলিপি প্রদান করবেন তাঁরা।
বৃহস্পতিবার এই সংকল্প যাত্রা এসে পৌঁছায় পূর্ব বর্ধমানে গুসকরায়। সংস্থার পক্ষে কৃষ্ণেন্দু বেড়া জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন যাতে রক্তপাতহীন হয়, সেই সঙ্গে হয় অবাধ ও শান্তিপূর্ণ সেই আবেদন নিয়েই এই সাইকেল যাত্রা। এককথায় গণতন্ত্রের উৎসব ভোট হোক আনন্দ মুখর। পাশাপাশি অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুরা অনেক সময়ই রাজনৈতিক পোস্টার ও ব্যানার খেলার ছলে ছিঁড়ে ফেলে, তাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা ভোটকে কেন্দ্র করে শিশুদের যাতে কোন ক্ষতি না হয় সেই আবেদনও জানানো হচ্ছে। এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গুসকরা তথা পূর্ব বর্ধমানের নাগরিকরা।