.
বর্ধমানের আয়কর ভবনে আগুনে ভস্মীভূত হল আয়কর ভবনের গ্রাহক সেবা কেন্দ্র। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। যদিও সঠিক কি কারণে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হবে বলে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ, শনিবার এমনিতেই দফতর বন্ধ ছিল। হঠাৎ করেই দফতরের গ্রাহক সেবা কেন্দ্র থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এরপরেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোন খবর নেই।
Like Us On Facebook