আসানসোলে বাস ধর্মঘট থাকায় অতিরিক্ত যাত্রী তুলে ওভারটেক করতে গিয়ে একটি পিক-আপ ভ্যান জাতীয় সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় ২ জনের মৃত্যু সহ ২৫ জন আহত হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ একটি পিক-আপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জামুড়িয়ার সাতগ্রাম ফটকের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। আহতদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে নিয়ে যায়। গাড়ির চালক সহ দু’জনের মৃত্যু হয়। আহতরা বেশিরভাগই শ্রমিক। তাঁরা বাঁকুড়া থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। মৃতরা হলেন, বাঁকুড়ার কালেশ্বর কোলে (৫০) ও ঝাড়খণ্ডের যুগল টুডু (৪০)। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠান হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
Like Us On Facebook