পানাগড় রেলওয়ে কলোনি হাইস্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার অভিযোগ উঠল। এদিন ওই শিক্ষককে আটক করে কাঁকসা থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের ছাত্রীদের সঙ্গে প্রায়ই অশালীন ব্যবহার করতেন ওই শিক্ষক। ছাত্রীরা স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের জানিয়ে কোন ফল না মেলায় তারা অবিভাবকদের জানায়। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও ছাত্রীরা। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমাধান সূত্র না মেলায় অভিভাবকরা কাঁকসা থানায় বিষয়টি জানান। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে যায়।
Like Us On Facebook