পানাগড় শিল্পতালুকের জমি থেকে মাটি কেটে পাচার করার অভিযোগ উঠল মাটি মাফিয়াদের বিরুদ্ধে। কাঁকসা পঞ্চায়েত সমিতির শিল্প ও বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ লিখিত অভিযোগ জানালেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। কর্মাধ্যক্ষ অজয় মজুমদার লিখিতভাবে জানিয়েছেন, দিনের পর দিন শিল্প তালুকের মাটি কেটে পাচার করে দিচ্ছে মাফিয়ারা। এর ফলে আগামীদিনে শিল্পতালুকের উন্নয়নের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু লেখা নেই অভিযোগপত্রে। তবে কর্মাধ্যক্ষ দাবি রেখেছেন, প্রশাসনিক হস্তক্ষেপ করে যাতে মাটি পাচার রোধ করা যায়। পানাগড় বাইপাস সংলগ্ন কাঁকসা মাধবমাঠ এলাকা থেকে পাচার হচ্ছে মাটি। অনিশ্চয়তার মুখে পড়তে পারে শিল্পতালুক বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মাধ্যক্ষ।
একদিকে পানাগড় শিল্পতালুক থেকে বেআইনি ভাবে মাটি কেটে পাচারের ঘটনার বিরুধ্যে সরব তৃণমূল, অপর দিকে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলেছেন বিজেপি নেতা রমন শর্মা। পানাগড় শিল্পতালুক থেকে বেআইনি ভাবে মাটি কেটে পাচার করার বিরুধ্যে সরব হয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূলের এক কর্মাধ্যক্ষ। বিষয়টি নিয়ে তিনি কাঁকসা বিডিওকে একটি লিখিত অভিযোগও করেছেন এর আগে। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী ঘটনার সাথে জড়িতরা দ্রুত শাস্তি পাক, সরকার যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানান। অপরদিকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, ‘এটা নতুন কিছু নয়। এর আগেও ক্যানেলের পাড়ের মাটি কেটে হাইওয়ে তৈরি করা হয়েছে। এখন শিল্প তালুকের মাটি কেটে পাচার করছে জমি মাফিয়ারা।’