আসানসোলে বিজেপির মিছিলে গুলি ও বোমা চালানোর অভিযোগ। আহতদের দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল। জানা গেছে, বিজেপির ‘আর নয় অন্যায়’ স্লোগানকে সামনে রেখে আসানসোলের বারাবনীর জাম গ্রামে শনিবার সকালে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচির মিছিলে গুলি চলে ও বোমা পড়ে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের দাবি, এই ঘটনায় গুলিবিদ্ধ হন বারাবনীর বিজেপি কার্যকর্তা সাধন রাউত ও বিজেপির আর এক কার্যকর্তা কালীচরণ দাস। কালীচরণ দাসকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকে গুলি লেগেছে। আর সাধন রাউতকে আসানসোলে ভর্তি করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।
শনিবার সকালে বিজেপির এই মিছিলে বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতীরা নির্বিচারে লোহার রড, লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। প্রচুর বাইক ভেঙে দেওয়া হয় এবং গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় বলে অভিযোগ। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ‘রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশে আমরা ‘আর নয় অন্যায়’ স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করার জন্য শনিবার সকালে মিছিল করছিলাম। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি কর্মীরা। মিছিল শুরুর সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা বিজেপি কর্মীদের উপর গুলি চালায়। বোমা নিক্ষেপ করে। মিছিলে বিজেপি কর্মীদের উপর নির্মমভাবে লাঠি, রড দিয়ে মারধর করে। পুলিশ সব দেখেও চলে যায়।’ লক্ষণ ঘড়ুই আরও বলেন, ‘এই ঘটনায় সাধন রাউত, কালীচরণ দাস গুলিবিদ্ধ হন। আরও দশ-পনেরো জন বিজেপি কর্মী বোমা, লাঠি ও রডের আঘাতে গুরুতর আহত হন। আসানসোল এবং দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।’ বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের নির্দেশে এই হামলা হয়েছে আমাদের উপর। পুলিশ ও শাসকদলের যোগসাজশে আজ বিজেপি কর্মীদের উপর হামলা হল। লক্ষণ ঘড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাজ্যের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে তা ফের প্রমাণ হল। আমরা এবার থেকে মিটিং মিছিল জনসংযোগ করলে বিজেপি কর্মীরা তৈরি থাকবে। এবং তৃণমূল কংগ্রেস গুন্ডাদের উপযুক্ত জবাব দেব।’
তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘বিজেপির এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘তৃণমূল কংগ্রেস হিংসাকে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নকে বিশ্বাস করে। বিজেপি তাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেরবার, তাই আজকের এই ঘটনা ঘটেছে। বিজেপির আজকের হিংসায় প্রচুর সাধারণ মানুষকে মারধর করা হয়েছে, প্রচুর বাইক ভেঙে দিয়েছে। পুলিশ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’