.

বুদবুদের রাই বাঁধ এলাকায় দুস্থ মানুষদের পুরানো পোশাক ও শিশুদের লেখাপড়ার সামগ্রী বিলি করলো বুদবুদের ছাত্র সমিতি ক্লাব। এদিন বুদবুদের রাই বাঁধ গ্রামে শতাধিক মানুষের হাতে বস্ত্র ও ৭৫ জন শিশুর হাতে লেখা পড়ার সরঞ্জাম তুলে দিলেন বুদবুদের ছাত্র সমিতি ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, তাঁদের এই প্রচেষ্টায় বুদবুদ ও আশপাশের অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। যে সমস্ত মানুষের কাছে পুরাতন ভালো জামাকাপড় রয়েছে সেগুলি তাঁরা সংগ্রহ করে দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছেন। ছাত্র সমিতি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Like Us On Facebook