গভীর রাতে বর্ধমান শহরে হিট অ্যান্ড রানের ঘটনায় চাঞ্চল্য। ফুটপাতে ঘুমিয়ে থাকা ২ জনকে পিষে দিল দুরন্ত গতির গাড়ি, জখম আরও ১। ফুটপাতে রাতে ঠান্ডার মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা দুই ভবঘুরেকে পিষে দিল চারচাকা গাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বর্ধমান স্টেশনের সামনে ফ্লাইওভারের তলায় প্রতিদিনের মতই বর্ধমান স্টেশন এলাকার বেশ কিছু ভবঘুরে ঘুমিয়েছিলেন। রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা ২ জন ভবঘুরকে পিষে দেয়, আহত হন আরও এক ভবঘুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় প্রায় পঞ্চাশোর্ধ এক মহিলা ও এক পুরুষের। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিভাবে ঘটল দুর্ঘটনা, কিভাবেই বা এতবড় দুর্ঘটনার পর পালিয়ে গেল গাড়ি তা খতিয়ে দেখছে পুলিশ। সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজেরও।