পুজো বোনাসের দাবিতে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করলেন শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে। মঙ্গলবার বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে পুজো বোনাসের দাবিতে মিছিল করে বিক্ষোভ দেখান ঠিকা শ্রমিকরা। শারদোৎসব শেষ হয়ে গেছে তবু এখনও মিলেনি পুজোর বোনাস। ঠিকা শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ ও ঠিকাদারদের যোগসাজশে উৎসবে বঞ্চিত করা হয়েছে তাঁদের।

ঠিকা শ্রমিকদের অভিযোগ, গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে লাগাতার আন্দোলনের ফলে শেষ পর্যন্ত ৮.৩৩ শতাংশ বোনাস মিলেছিল। এবার সেটাও দেয়নি ঠিকাদারেরা। ফলে পুজোর মৌরসুমে চরম সমস্যায় পড়েছেন শ্যামসুন্দরপুর কোলিয়ারির প্রায় ৩০০ ঠিকা শ্রমিক। দাবি আদায়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে এক জোট হয়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। সংগঠনের পক্ষে শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায় জানান, কর্তৃপক্ষ ও ঠিকাদারেরা সুপ্রিম কোর্ট ও হাইপাওয়ার কমিটির সুপারিশ এখানে এখনও কার্যকর করেনি। ফলে বর্ধিত বেতন সহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। দাবি আদায়ে চলতি মাসের ১৬ তারিখ থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ না হাইপাওয়ার কমিটির সুপারিশ কার্যকর ও পুজোর বোনাস দেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানান তিনি।

 

Like Us On Facebook