সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুম্বই সহ গোটা দেশে যখন বিতর্ক চলছে তখন সেই শিল্পীর লাইফ সাইজ মোমের মূর্তি গড়ে সকলকে চমকে দিলেন আর এক শিল্পী সুশান্ত। সুশান্ত সিং রাজপুতের মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের মহিশীলা কলোনীর শিল্পী ইণ্ডিয়ান আর্ট কলেজ থেকে মডেলিং অ্যান্ড স্কাল্পচারে ডিগ্রী নেওয়া সুশান্ত রায়। ইতিপূর্বে বহু স্বনামধন্য ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। কলকাতার মাদার্স ওয়াক্স মিউজিয়াম ছাড়াও দেশের বিভিন্ন ওয়াক্স মিউজিয়ামের জন্য বহু মোমের মূর্তি বানিয়েছেন সুশান্তবাবু। সুশান্ত সিং রাজপুতের এই মোমের মূর্তি তাঁর ফ্যানেদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন শিল্পী।
সুশান্ত সিং রাজপুতের মূর্তি গড়ার কারণ জানতে চাইল শিল্পী সুশান্ত রায় বলেন, ‘আমি মহেন্দ্র সিং ধোনি সহ সুশান্ত সিংয়ের বেশ কিছু সিনেমা দেখেছি। আমার তাঁকে খুব ভাল লাগত। তাঁর এই অকাল মৃত্যু আমার কাছে বেশ বেদনাদায়ক। আমি তাঁর স্মৃতি বাঁচিয়ে রাখতে তাঁর এই মোমের মূর্তি তৈরি করেছি। এছাড়াও আমি প্রচুর স্বনামধন্য ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়েছি। আমি আসানসোলে একটি মিউজিয়াম করতে চাই। সেখানেই অন্যান্য বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিত্বের পাশে আমি সুশান্ত সিং রাজপুতের মূর্তিটিও রাখতে চাই। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। বিহারের মানুষজন সহজেই আসানসোলে আমার মিউজিয়ামে এসে সুশান্ত সিংয়ের মূর্তি দেখতে পাবেন।’
উল্লেখ্য, কলকাতার নিউটাউনের ইকো পার্কের ঠিক উল্টো দিকে ২০১৪ সালে গড়ে উঠেছে কলকাতার নিজস্ব মাদামতুসো – মাদার্স ওয়াক্স মিউজিয়াম। যেখানে থিম্যাটিক আবহে দেখা মেলে এপিজে আব্দুল কালাম, বিআর আম্বেডকর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহত্মা গান্ধী, মাদার টেরিজা, রামকৃষ্ণদেব, পন্ডিত রবিশঙ্কর, হেমন্ত মুখার্জী, মাইকেল জ্যাকসন, মান্না দে, কপিলদেব, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, সচীন তেন্ডুলকর, লিয়োনেল মেসি, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমন খান, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, ব্রুস উইলস, নিকোল কিডম্যান সহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের মোমের মূর্তি। এইসব মূর্তির সবই প্রায় সুশান্তবাবুর হাতে তৈরি।