ছেলের প্রেম ও প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি বাবা। বাবার নিষেধ না শুনে প্রেমিকার সঙ্গে ফোনে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অপরাধে নিজের ছেলের পেটে ছুরি ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার অন্তর্গত হামিদপুর এলাকায়। মৃতের নাম আলিমুদ্দিন শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আলিমুদ্দিনের। সেটি মেনে নিতে পারেননি তাঁর বাবা আব্দুল সালেক সেখ। ছেলেকে সম্পর্ক থেকে ফিরে আসার কথা বলেছিলেন। ছেলে তা না শুনে সম্পর্ক এগিয়ে নিয়ে যায়। এই অপরাধে গতকাল গভীর রাতে ছেলের পেটে ছুরি ঢুকিয়ে খুন করেন বলে অভিযোগ বাবার বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন মাও। ঘটনার পর এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত পিতা আবদুল সালেক শেখ। পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিটিকে উদ্ধার করেছে। অভিযুক্ত আব্দুল সালেক সেখের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।