Photo: Collected

.

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ জন। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত দাঁড়ালো ৯৩ জনে। শনিবারই জেলার বিভিন্ন ব্লকের ১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এদের মধ্যে বর্ধমান-১ ব্লকে আছেন ২ জন, কাটোয়া-২ ব্লকে আছেন ৩ জন, কেতুগ্রাম-১ ব্লকে ১ জন, কেতুগ্রাম-২ ব্লকে ১ জন, কালনা-১ ব্লকে ৩ জন, মেমারি-২ ব্লকে ২ জন, মঙ্গলকোটে ২ জন, জামালপুরে ১ জন, মন্তেশ্বর ব্লকে ২ জন এবং রায়না-২ ব্লকে ১ জন। এছাড়াও একজন আক্রান্তের ঠিকানা এদিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। জেলাশাসক জানিয়েছেন, আক্রান্ত নাগরিকদের দুর্গাপুরে সনাকা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আক্রান্তদের এলাকা কনটেইনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি জানিয়েছেন, আক্রান্তদের সকলেই ভিন রাজ্য থেকে ফিরেছেন।

Like Us On Facebook