ইসিএলের খনি গর্ভে কাজ করার সময় মাথায় কয়লার চাঁই পড়ে এক খনি শ্রমিকের মৃত্যু হল এবং আরও তিন জন শ্রমিক গুরুতর আহত হন। এই ঘটনায় সংশ্লিষ্ট খনির শ্রমিকরা খনির কাজ বন্ধ করে ইসিএলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সোচ্চার হন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ অন্ডালের পরাশকোল কোলিয়ারির ৬ নং পিটে। মৃতের নাম ঋতুরাজ পান্ডে (৪৬)।
জানা গেছে, আহত তিন শ্রমিককে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্রবাবু ইসিএলের আধিকারিকদের সঙ্গে খনি শ্রমিকদের দাবি নিয়ে কথা বলেন। জিতেন্দ্রবাবু শ্রমিকদের জানান, ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে মৃতের পরিবারের একজনকে চাকরি এবং মানবিক ভাবে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।