.
লকডাউনে একদিকে আর্থিক অনটন অন্যদিকে বর্ধমানের অনাময় হাসপাতালে পৌঁছনোর জন্য যানবাহনের অভাবে পড়ে পানাগড়ের পাঠান পাড়ার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মালেকা বিবি চিকিৎসা করাতে পারছিলেন না। এই খবর শোনার পর পানাগড়ের তিন বাসিন্দা বাদল মেটে, দিলীপ বাউরি ও নিতাই চন্দ্র দাস মিলিতভাবে বর্ধমানে যাওয়ার জন্য গাড়ি ও আর্থিক সহায়তা করে মালেকা বিবির পাশে দাঁড়ান। স্থানীয় বিডিও এবং কাঁকসা থানার পুলিশ মালেকা বিবিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বর্ধমান যাওয়ার জন্য গাড়ির পারমিশন দিয়ে দেন। এরপরেই মালেকা বিবি চিকিৎসার জন্য সোমবার বর্ধমান যাওয়ার দিন স্থির হয়। সেই খবর ডিজিটাল মিডিয়াতে প্রকাশিত হলে খবর দেখে স্থানীয় একটি আশ্রমের সদস্যরা বুধবার আর্থিক সহায়তা করেন মালেকা বিবিকে। আশ্রম থেকে আর্থিক সহায়তা পেয়ে নিজের চিকিৎসার ব্যাপারে কিছুটা নিশ্চিন্ত হন মালেকা বিবি এবং আশ্রমের সদস্য ও সংবাদ মাধ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।