.

করোনা মোকাবিলায় লকডাউনে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের খাদ্যসামগ্রী তুলে দিতে এবং রাস্তায় নেমে মাইক হাতে সচেতনতার পাঠ দিতে দেখা গেছে। পাশাপাশি বিনা কারণে রাস্তায় বের হওয়া মানুষজনদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করতেও দেখা গেছে। এবার মানুষকে সচেতনার পাঠ দিতে পুলিশ এক অভিনব কায়দা বেছে নিল। পানাগড়ের বিভিন্ন রাস্তার মোড় ও দেওয়ালে ছবি সহ বিভিন্ন আঁকিবুঁকি সাজিয়ে পুলিশ করোনা মোকাবিলায় স্থানীয় মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানায়। পানাগড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পানাগড়ের বিভিন্ন রাস্তার উপর করোনা ভাইরাসের ছবি দিয়ে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ কর্মীরা পানাগড়ের বিভিন্ন জনবহুল রাস্তার মোড়ে গ্রাফিটির মাধ্যমে করোনা সচেতনতার পাঠ দেয়।

Like Us On Facebook