.
গলসির কুলগড়িয়ার কাছে ২ নং জাতীয় সড়কের পাশের ড্রেন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম সেখ আসফার(২৮)। বাড়ি বড়মুড়িয়া গ্রামে। বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁর দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ আসফারকে খুন করেছে তাঁর এক প্রতিবেশী। জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকেই আসফারকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোক, তাঁদের অভিযোগ বাড়ির পাশের জায়গা নিয়ে অশান্তি প্রতিবেশীর সঙ্গে অশান্তি চলছিল, আগে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আসফারকে খোঁজাখুজির সময় জাতীয় সড়কের পাশে ড্রেনের ধারে তাঁর সাইকেল মেলে, তারপরেই ড্রেনের ভিতর থেকে দেহ উদ্ধার হয়। উত্তেজিত গ্রামবাসীরা আসফারের প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালান।
Like Us On Facebook