বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানে অভিনব কায়দায় হাত সাফাই করে চম্পট দিল ‘বান্টি-বাবলি’। খরিদ্দার সেজে দুটি ল্যাংচার দোকানের ক্যাশ বাক্স থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দেয় ওই দুই প্রতারক। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় একজন পুরুষ তার মহিলা সঙ্গীকে নিয়ে শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কের কলকাতা অভিমুখে রাস্তার বাঁদিকের ল্যাংচার দোকান গুলিতে অপারেশন চালায়। কোন দোকানে তাঁরা চারটে পাঁচশো টাকার নোট দিয়ে একটি দু’হাজার টাকার নোট চায়। আবার কোন দোকানে পঞ্চাশ টাকার জিনিস কিনে দু’হাজার টাকার নোট ধরিয়ে দেয়। ক্যাশ বাক্স থেকে টাকার বাণ্ডিল বের করে খুচরো টাকা ফেরত দেওয়ার সময় দোকানদারকে কথার জালে ফাঁসিয়ে অন্যমনস্ক করে ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নেয়। আবার কোন দোকানে আসল বা নকল টাকার নোট চেনানোর অছিলায় ক্যাশ বাক্সের নোটের বাণ্ডিল থেকে মোটা অঙ্কের টাকা হাত সাফাই করে। দুই প্রতারক ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নিলেও কোন ক্ষেত্রেই দোকানের মালিক বা ম্যানেজারই টেরই পান নি। পরে ক্যাশ বাক্সের টাকায় গড়মিল ধরা পড়ায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে চক্ষু চড়কগাছ ল্যাংচার দোকানের মালিকদের।
উল্লেখ্য, পুজোর আগে সেপ্টেম্বর মাসে নিজেদের দুবাইবাসী বলে পরিচয় দিয়ে খরিদ্দার সেজে দুর্গাপুরের কয়েকটি দোকানে ঢুকে ভারতীয় টাকা দেখার অছিলায় দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে চম্পট দিয়েছিল এক অজ্ঞাত পরিচয় দম্পতি। সেক্ষেত্রেও দোকানদাররা প্রথমে হাতসাফাইয়ের ব্যাপারটি টের পান নি। পরে ক্যাশ বাক্সে গচ্ছিত টাকায় গড়মিল ধরা পড়ায় একটি দোকানের সিসিটিভি ফুটেজে ওই দুই প্রতারকের ছবি ধরা পড়ে। সেখানে ৫০-৫৫ বছর বয়সী এক পুরুষ ও মহিলাকে দেখা গিয়েছিল।
দুবাইবাসী পরিচয়ে দুর্গাপুরে দোকানে দোকানে হানা কেপমার দম্পতির