অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী সভাঘরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক সভায় বলেন, অন্ডালে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গোটা এলাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। অন্ডাল বিমানবন্দর থেকে যাত্রীদের সুবিধার্থে মনোরেল বা স্পিড বাস চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বাঁকুড়ার সঙ্গে অন্ডাল বিমানবন্দরকে সংযোগ করবে এই মোনোরেল বা স্পিড বাস। তিনি বলেন, অন্ডাল বিমানবন্দরে যাতে বিভিন্ন রুটের বেশি সংখ্যক বিমান পরিষেবা চালু করা যায় এবং দমদম বিমানবন্দর ও অন্ডাল বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা দেওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠিকে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, অন্ডালে মনোরেল তৈরির জন্য মালয়েশিয়ার একটি সংস্থা প্রস্তাব দিয়েছে।