অজয় নদের তীরে বীরভূমের কেন্দুলি গ্রামে মঙ্গলবার শুরু হয়েছে জয়দেব-কেন্দুলি মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার মকরের পূণ্যস্নানের জন্য মঙ্গলবার থেকেই পূণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়। বুধবার ভোরে হল পূণ্যস্নান। পাশাপাশি বর্ধমান ও দুর্গাপুরে দামোদরের তীরে মকর স্নানের জন্য এদিন ভোরে প্রচুর পূণ্যার্থীর সমাগম হয়।

জয়দেব মেলায় পুন্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা ভেবে মেলা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। বসানো হয়েছে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ পুলিশ সহায়তা কেন্দ্র। মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব মেলায় এদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তিনটি ঘাটে স্নানের ব্যবস্থা করা হয়। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল বপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জয়দেব মেলায় এবার প্রায় ২৫০ আখড়া বসেছে। বিভিন্ন সামগ্রী নিয়ে ৫০০রও বেশী স্টল বসেছে। দেশ-বিদেশের বহু মানুষ জয়দেব মেলায় বাউল ফকির গানে টানে ভীড় জমান।



Like Us On Facebook