দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে একটি ঠেলা গাড়ি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে ঠেলা গাড়ির মালকিন দোকান খুলতে এসে দেখেন তাঁর ঠেলা গাড়িটিকে দুষ্কৃতকারীরা পুড়িয়ে দিয়েছে। এই অগ্নি সংযোগের ঘটনায় ঠেলা গাড়ির উপর থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নিউ টাউনশিপ থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঠেলা গাড়িতে আগে যিনি ব্যবসা চালাতেন তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর তাঁর স্ত্রী সংসারের হাল ধরতে ঠেলা গাড়িতে ব্যবসা চালান। ঠেলার মালিকের ভাই রাজু চৌধুরী বলেন, ‘এতদিন ধরে এখানে দোকান রয়েছে, কোনদিন কিছু হয়নি। গতকাল দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর আজ সকালে দেখি আমাদের ঠেলা পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই দুষ্কর্ম করল আমরা বুঝতে পারছি না। পুলিশকে সব জানিয়েছি। পুলিশ দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করেছে। জানা গেছে, পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।