পানাগড় বাজারে রাস্তার দু’পাশের জবরদখল উচ্ছেদে উদ্যোগী হল প্রশাসন। শুক্রবার সকালে কাঁকসা পঞ্চায়েত প্রধান, কাঁকসা থানার পুলিশ ও এলাকার মানুষজন জবরদখলকারীদের রাস্তার দু’পাশের ১৫ ফুট করে জায়গা থেকে সমস্ত সরঞ্জাম সরিয়ে নেওয়ার আবেদন জানালেন। জবরদখল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সহ-সভাপতি সমীর বিস্বাস।
পানাগড় বাজারে রাস্তার দু’পাশের জায়গায় বিভিন্ন সরঞ্জাম রেখে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন ব্যবসায়ীরা। পানাগড়ে জাতীয় সড়কে বাইপাশ তৈরি হওয়ার পর পানগড় বাজার এলাকায় যানবাহনের চাপ কম হলেও জবরদখল বেড়ে যাওয়ায় নিত্যদিন যানজট হচ্ছিল ওই রাস্তায়। এলাকার মানুষের কাছ থেকে বার বার অভিযোগ পেয়ে অবশেষে শুক্রবার সকালে প্রশাসন উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু করল। ২৪ ঘন্টার মধ্যে জবরদখল সরিয়ে না নিলে প্রশাসন উচ্ছেদ অভিযানে নামবে বলে এদিন ঘোষণা করা হল। সমীর বিস্বাস জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পানাগড় গ্রাম থেকে দার্জিলিং মোড় পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হবে।