.

জাতীয় সড়কের পানাগড় বাইপাশে ট্রাকের পিছনে ধাক্কা চারচাকা গাড়ির। ঘটনায় গুরুতর জখম চারচাকা গাড়ির এক যাত্রী, অল্পবিস্তর জখম আরও তিন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি চারচাকা গাড়ি পানাগড় বাইপাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে গাড়ির চার আরোহী জখম হন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে।


Like Us On Facebook