বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে একই রাতে পর পর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটল বর্ধমান থানার ৪নং ইছলাবাদের ঘোষ পাড়া এলাকায়। দুটি বাড়ি থেকে খোয়া যাওয়া সোনার গহনা সহ নগদ টাকার পরিমাণ আনুমানিক ছয় লক্ষ টাকা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াল। বাড়িতে কেউ না থাকার সুযোগে সব্যসাচী চৌধুরী ও তাঁর প্রতিবেশী মহাদেব রায়-এর বাড়িতে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
সব্যসাচী চৌধুরী জানান, তার পুত্রের পরীক্ষা হয়ে গিয়েছিল সেই জন্য তাঁরা সপরিবারে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লক ভেঙ্গে ১০ ভরি সোনার গহনা ও নগদ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবেশী মহাদেব রায়-এর বাড়িতেও তালা ভেঙে ঢুকে ৭ ভরি সোনার গহনা ও নগদ ২০ হাজার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা গেটের তালা ভাঙা দেখে খবর দেয় আমাদের। সব্যসাচী বাবু ও মহাদেব বাবু বাড়িতে এসে দেখেন আলমারি ভেঙে টাকা ও গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পরে তাঁরা বর্ধমান থানার পুলিশকে খবর দেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।