সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নাতির হাতে খুন হল দিদিমা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে দুর্গাপুরের পান্ডবেশ্বরের মুসলিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে দাদু হাজি মীর সেলাম ও দিদা বুলরুড় বিবি র সঙ্গে সম্পতি নিয়ে প্রায় দিনই বিবাদ লেগে থাকত হাজি মীর সেলামের মেয়ের ছেলে মীর কামরুলের। বুধবার একই ভাবে দাদু ও দিদার সঙ্গে বিবাদ শুরু হয় কামরুলের। উত্তেজিত হয়ে ক্ষুদ্ধ কামরুল ছুরি দিয়ে দিদার গলার নুলি কেটে দেয়। বাধা দিতে গেলে দাদু হাজি মীর সেলামকেও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে চম্পট দেয় কামরুল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাসি শুরু করেছে। গুরুতর জখম মীর সেলামকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।