অন্ডালের দক্ষিণ খন্ড গ্রামে এক বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী মন্টু বাগদিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, রবিবার রাতে অনন্ত ঘোষ ও তাঁর অনুগামীরা মন্টু বাগদিকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। এরপর স্থানীয়রা আহত মন্টুবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত উপপ্রধান অনন্ত ঘোষ অবশ্য বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন। অনন্ত ঘোষ বলেন, ‘বিজেপি মিথ্যা রটিয়ে হাওয়া গরম করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।’ স্থানীয় বাসিন্দা উজ্জ্বল পাল বলেন, ‘উপপ্রধান অনন্ত ঘোষ নিজেকে এলাকার সর্বময় কর্তা বলে মনে করেন। তাঁর ইচ্ছার বিরুদ্ধে কেউ গেলেই তাঁর কপালে মারধর জোটে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?