.

খোলামুখ খনিগুলিতে ক্রমাগত বিস্ফোরণের ফলে এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ফাটল ধরছে। পুকুর ও কুয়োতে জলস্তর দ্রুত নেমে যাচ্ছে। সঙ্গে চলছে সমানে লোডশেডিং। চরম দুর্ভোগে পড়েছেন ইসিএলের অন্ডালের শঙ্করপুর খোলামুখ খনি অঞ্চলের বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধান করতে অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষকে হস্তক্ষেপের দাবিতে শুক্রবার সকালে সিন্দুলির দিঘিপাড়া, মাঝিপাড়া ও মিঞাপাড়ার বাসিন্দারা শঙ্করপুর খোলামুখ কোলিয়ারির সামনে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় সিপিআই কর্মীরা। বিক্ষোভকারীরা ইসিএল কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে সাত দিন সময় দেন নতুবা আগামী দিনে খনিতে উৎপাদন বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook