নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ, বহিরাগত ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠনের দাবি সহ ১২ দফা দাবির ভিত্তিতে শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) সদস্যরা। এদিন সংঘ পরিবারের ছাত্র শাখার সদস্যরা মিছিল করে রাজবাটি ক্যাম্পাসে যান। বিভিন্ন দাবিতে তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

এদিন এবিভিপির রাজ্য সম্পাদক সপ্তর্ষী সরকার এবং জেলা সভাপতি অনিরুদ্ধ বিশ্বাসের নেতৃত্বে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের শতাধিক সমর্থক মিছিল করে বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে আসেন এবং বিভিন্ন দাবিদাওয়াতে বিক্ষোভ দেখান। পরে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন। অবিলম্বে আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে এবিভিপির এদিনের বিক্ষোভ মিছিলে ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে এবিভিপি’র ইউনিট খোলা হবে বলে জানিয়েছেন নেতৃত্ব।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook