ভাতাড়ে ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল পাঁচ ডাকাত। ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ভোজালি, রড ও লাইলন দড়ি পাওয়া গেছে বলে জানা গেছে। ভাতাড়ের বড় পোষলা এলাকা থেকে ডাকাত দলকে ধরে পুলিশ।
জানা গেছে, পুলিশ গোপন সূত্রে জানতে পারে ভাতাড়ের বড় পোষলা এলাকায় একদল দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্র ভাতাড় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বড় পোষলা এলাকায় অভিযানে নামে। পুলিশকে দেখে দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে। তিনজন দুষ্কৃতি রাতের অন্ধকারে পালিয়ে গেলেও ভাতাড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি ভোজালি, দুটি লোহার রড, নাইলন দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?