.

কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বর্ধমান হাসপাতালের জুনিয়র ডাক্তাররা দীর্ঘক্ষণ কর্মবিরতি পালন করলেন। জরুরি বিভাগে তাঁরা বিক্ষোভ দেখান এবং জরুরি বিভাগে রোগী ও তাঁদের আত্মীয়দের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ জুনিয়ার ডাক্তারদের একাংশের বিরুদ্ধে। কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। জরুরি বিভাগের গেট বন্ধ করে বিক্ষোভের জেরে জরুরি বিভাগে চিকিৎসা করাতে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে রোগীর পরিজনেদের সঙ্গে আন্দোলনরত ডাক্তাররা বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছন মেডিকেল কলেজের অধ্যাক্ষা, হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এনআরএসের ঘটনার জেরে বুধবার রাজ্য জুড়ে সব হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা। চূড়ান্ত হয়রানির আশঙ্কা রাজ্যজুড়ে।

Like Us On Facebook