বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হল বর্ধমানের বাবুরবাগের নার্স কোয়র্টার এলাকা। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধর, দোকান, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বর্ধমান থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। পরে পরিস্থিতির সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির সমস্ত আভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় এবং কেন্দ্রে দ্বিতীয়বার সরকার গঠনের আনন্দে বিজেপি কর্মীরা মঙ্গলবার সকালে বর্ধমান শহরের বাবুরবাগের নার্স কোয়ার্টার এলাকায় বিজেপি কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন এবং লাড্ডু বিলি করছিলেন। সেই সময় বাথানপাড়া থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর পাশাপাশি এলাকার দোকান ও বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ির মহিলাদেরও রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা বর্ধমান থানা ঘেরাও করে বিসি রোড অবরোধ করেন।
অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, তৃণমূলের পতাকা খুলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা এরপরই বিজেপি কর্মী সমর্থকরা বাবুরবাগ এলাকায় ভাঙচুর চালায় এবং একটি ছোট গোডাউনে আগুন ধরিয়ে দেয়। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।