পানাগড় রেলপাড় এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে শনিবার দুপুরে শর্টসার্কিট হওয়ার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় মানুষ শনিবার দুপুরে দেখতে পান বিদ্যুতের খুঁটির নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘটনার আসল কারণ জানতে বিশেষজ্ঞদের না ডেকেই নিজেরাই বিদ্যুতের খুঁটির গোঁড়ায় আম, মাছ প্রভৃতি দিয়ে পরীক্ষা শুরু করে দেন। নিমেষেই আম বা মাছ পুড়ে ছাই হয়ে যেতে দেখে কখনও গ্যাস লিক কখনও মাটি থেকে আগুনের হলকা বের হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
গুজবে আতঙ্কিত মানুষজনদের অভয় দিতে ও রহস্য উন্মোচন করতে শেষমেশ ঘটনাস্থলে ছুটে আসেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও গলসির বিধায়ক অলোক মাঝি। গোটা এলাকা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়। খবর পেয়ে ওএনজিসি কর্মীরা এসে গ্যাস বের হচ্ছে কিনা পরীক্ষা করে দেখেন। এটা গ্যাস সংক্রান্ত সমসয়া নয় বলে তাঁরা জানিয়ে দেন।
বিডিও দমকল ও বিদ্যুৎ দফতরে খবর দিলে রহস্য উন্মোচন হয়। শেষমেশ জানা যায়, বিদ্যুতের খুঁটিটিতে শর্ট সার্কিট হওয়ার ফলেই এই বিপত্তি। পরে দমকল বাহিনী ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ইলেক্ট্রিক পোল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মানুষের আতঙ্ক নিরসন করেন। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও গলসির বিধায়ক অলোক মাঝি বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে বৃষ্টির ফলে শর্ট সার্কিটের কারণেই যে বিপত্তি সেকথা স্বীকার করেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?