সোমবার বিকেলে বর্ধমান শহরে বিগ বাজার সংলগ্ন ডাউনটাউন হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন বিগ বাজার সহ ডাউনটাউন হোটেলে মানুষজন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন।
সোমবার লোকসভা ভোটের জন্য বর্ধমান শহরে বেশীরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তার উপর ছিল তীব্র দাবদাহ। বাজার-হাট ছিল প্রায় জনশূন্য। ফলে শহর বনধে্র চেহারা নেয়। বর্ধমান আর্কেড বিল্ডিংয়ে বিগ বাজার, ডাউনটাউন হোটেল সহ প্রায় সমস্ত প্রতিষ্ঠানই এদিন সকাল থেকে বন্ধ ছিল। ফলে বিগ বাজারের আশপাশে এদিন মানুষজনের উপস্থিতিও প্রায় ছিল না। এরইমধ্যে এদিন বিকেলে বর্ধমান আর্কেড বিল্ডিংয়ে বিগ বাজারের পাশে ডাউনটাউন হোটেলের কিচেন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। খবর পেয়ে ডাউনটাউন হোটেলের কর্মীরাও এসে উপস্থিত হন। প্রাথমিক ভাবে কিচেনে শর্টসার্কিট থেকেই আগুন বলে মনে করা হচ্ছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?