বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র সংসদের ব্যবস্থাপনায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাজবাটী ক্যাম্পাসে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য নিমাই চন্দ্র সাহা, সহউপাচার্য্য ষোড়শীমোহন দাঁ, রেজিস্ট্রার দেব কুমার পাঁজা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপিকা তনবির নাসরিন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে পাঠরত বিদেশি ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ, ট্যুভাকু, ফিজি, ইউএসএ -সহ আরও বেশকিছু দেশের আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরা এদিন উপস্থিত ছিলেন।