আসানসোলের কালীপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর ট্যাঙ্কারের ধাক্কা বাইকে। ঘটনায় মৃত বাইক চালক এবং বাইকের অপর আরোহী গুরুতর আহত। ঘটনার পর উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় চল্লিশ মিনিট অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা নাগাদ কালীপাহাড়ি সংলগ্ন মহিন্দ্রা শোরুমের দুই কর্মী বাইকে চেপে ২ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি থেকে শোরুমের দিকে যাচ্ছিলেন। কালীপাহাড়ি মোড়ের কাছে একটি ট্যাঙ্কার পিছন থেকে তাঁদের বাইকে ধাক্কা মারলে দু’জনেই বাইক থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের। বাইক আরোহী অপর যুবক গুরুতর জখম হন। জখম যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মৃত যুবক রানিগঞ্জের বোগড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে মহিন্দ্রা শোরুমের কর্মীরা এবং স্থানীয় মানুষজন মৃতদেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করেন। ট্যাঙ্কার চালকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়কে প্রায় চল্লিশ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধ উঠে গেলে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?