.

বৃহস্পতিবার বর্ধমানে পৌঁছেছে এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকেই আধা সেনার জওয়ানরা এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দিলেন। শুক্রবার বাহিনীর জওয়ানরা ভাতাড়, মন্তেশ্বর ও কেতুগ্রামের বিভিন্ন গ্রামে টহল দেন। গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করায় ভোটাররা খুশি। এদিন ভাতাড়, মন্তেশ্বর ও কেতুগ্রামের বিভিন্ন গ্রামে সংশ্লিষ্ট থানার ওসি বা আইসিদের উপস্থিতিতে বাহিনীর জওয়ানরা টহল দেওয়ার সময় পুলিশের পক্ষ থেকে ভোটের দিন ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। যদিও বিভিন্ন এলাকায় মানুষজনের প্রশ্ন ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয়ভাবে দেখা যাবে তো?

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook