বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের দিন ২৯ এপ্রিল। শুক্রবার ছিল তৃতীয় অর্থাৎ শেষ দফার ভোট কর্মীদের ট্রেনিং। কিন্তু এই ট্রেনিংয়ের শুরুতেই এদিন বিক্ষোভ দেখান ভোট কর্মীদের একাংশ। তাঁদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া তাঁরা ভোট করতে যাবেন না।

এদিন ভোট কর্মীরা এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান। বর্ধমান শহরের কার্জন গেট সংলগ্ন মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে এদিন ভোট কর্মীদের প্রশিক্ষণের দিন ছিল। প্রশিক্ষণ নিতে এসে ভোট কর্মীদের একটা বড় অংশ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কার্জন গেট সংলগ্ন জিটি রোড। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট কর্মীরা তাঁদের এই দাবিকে সামনে রেখে একটি স্মারকলিপি জমা দেন জেলা শাসকের কাছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook