১৬ মার্চ রাতে পানাগড় রেলপাড় এলাকার রাস্তায় স্থানীয় মানুষ বেআইনি ওভার লোডেড বালি বোঝাই ট্রাক চলাচল আটকে বিক্ষোভ দেখান। অভিযোগ, বেআইনি ওভার লোডেড বালি বোঝাই বেপরোয়া লরি চলাচলে যেমন রাস্তা বসে গিয়ে এলাকার মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন তেমনই অগণিত ট্রাক চলাচলে ধুলোর কবলে পড়ে রাস্তার ধারের বাড়িগুলি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। অথচ স্থানীয় পুলিশ-প্রশাসন নির্বিকার।
১৬ মার্চ ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আবালবৃদ্ধবনিতা সকলে মিলে পথে নেমে শতাধিক বালি বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গেলে অবিলম্বে সমস্যার সমাধান চেয়ে পুলিশকে আটকে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। সেকথা সদ্য নিযুক্ত দুর্গাপুরের মহকুমা প্রশাসক অনির্বাণ কোলের কানে পৌঁছাতেই সোমবার দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পানাগড়ের রেলপাড় এলাকায় গোপন অভিযান চালিয়ে চারটি বালি বোঝাই ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় মানুষের সমস্যার কথা মনযোগ দিয়ে শুনে ওভার লোডেড বালি বোঝাই ট্রাক চলাচলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান বলে দাবি করেন স্থানীয় মানুষজন। মহকুমাশাসকের অভিযানে হাতে নাতে বালির ট্রাক আটক হওয়ায় খুশির কথা জানান স্থানীয় মানুষজন।