.
পানাগড় রেলপাড় দিয়ে সড়ক পথে প্রতিদিন কয়েকশো বালি বোঝাই ট্রাক-ডাম্পার চলাচল করে। ওভার লোডেড বালির গাড়ি চলাচলে একদিকে যেমন রাস্তা বসে যাচ্ছে। তেমনই এলাকায় দুর্ঘটনাও বাড়ছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। পুলিশ সব দেখেও চুপ থাকে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার সন্ধ্যায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে রেলপাড় এলাকায় প্রায় শতাধিক বালি বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে বিক্ষোভে সামিল হয়েছেন মহিলারাও।
Like Us On Facebook