.
জলের দাবিতে ইসিএলের তিলাবনী কোলিয়ারির আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল পান্ডবেশ্বরের শ্যামসুন্দরপুরের ঝরিয়া ডাঙার বাসিন্দারা। ঝরিয়া ডাঙার অধিকাংশ বাসিন্দা ইসিএলের কর্মী। ইসিএলের এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে নিকাশি নালারও বেহাল অবস্থা এলাকায়। বিষয়টি বার বার ইসিএল কর্তৃপক্ষের নজরে আনলেও ইসিএল কর্তৃপক্ষ স্থানীয় এই সমস্যা দুটি নিয়ে উদাসীন বলে অভিযোগ। শুক্রবার স্থানীয় মানুষ জল, নিকাশি নালার সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে অবিলম্বে প্রতিদিন তিন বার পানীয় জল ও সুনিকাশি ব্যবস্থার দাবিতে আধিকারিকদের ঘেরাও কর্মসূচি পালন করে। যদিও ইসিএল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বলে জানা গেছে।
Like Us On Facebook