.
বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার ১ নং ওয়ার্ডের বাদশাহী রোড ও কাঁটাপুকুর এলাকায়। তাঁদের লেখা বেশ কয়েকটি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ করেন বিজেপি কর্মীরা। দেওয়ালে কাদা ও চুন লেপে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি অশান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবেই বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তদন্তে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook