.
আউশগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। বিগত নির্বাচনে জিততে না পারা এলাকার অঞ্চল সভাপতিদের এক এক করে মঞ্চে ডেকে হারের কারণ ও লোকসভা ভোটে কত ভোটে লিড আসবে তা জানতে চান অনুব্রত। অঙ্গীকার পত্রে তাঁদের সইও করানো হয়। লিড দিতে না পারলে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অনুব্রত। এদিন তিনি বলেন, ‘মোদী কোন উন্নয়ন করে নি। এরা মানুষের ভাল চায় না। চায় শুধু দেশে দাঙ্গা লাগাতে। উনি চৌকিদার নয়, উনি চোর।’
Like Us On Facebook