বর্ধমানের রায়ান পঞ্চায়েতের কপিবাগান এলাকায় চারটি বোমা উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা কপিবাগান এলাকার একটি ইটভাটার পাশে ব্যাগের মধ্যে কয়েকটি বোমা দেখতে পান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বর্ধমান থানায় ঘটনাটি জানান। বোমা পাওয়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষরা ভীড় জমান। এরপর বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং চারটি বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।