দু’দিনের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে আলু ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একাধিক ব্লকে শিলাবৃষ্টিতে চাষে ব্যাপক প্রভাব পড়েছে। আলু, সরষে, পিঁয়াজ ও আমের ফলনে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
জেলা কৃষি অধিকর্তা জগন্নাথ চ্যাটার্জী জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ও ২, বর্ধমান সদর এবং কালনায় ব্যাপক শিলাবৃষ্টির হয়েছে। প্রতিটি ব্লক কৃষি আধিকারিককে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত কতটা ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়। সব থেকে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা। ক্ষেতে জল জমে রয়েছে। জল বের করে দিতে না পারলে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান সদর ২নং ব্লকের আলু চাষী সফিকুল ইসলাম সেখ জানিয়েছেন, ‘তিনি এবছর প্রায় আট বিঘে জমিতে আলু চাষ করেছিলেন। খরচ পড়েছে প্রায় দেড় লাখ টাকার মতো। কিন্তু শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া ও যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে তাতে মাটির তলার আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সব জমির আলুই এই জলে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।