গলসিতে জাতীয় সড়কে বাইক থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর, গুরুতর জখম স্বামী। মৃতার নাম প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় (২৪)। দুর্গাপুরের অরবিন্দ থানার সবুজ নগরের বাসিন্দা। মৃতার স্বামী জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কলকাতা থেকে স্বামীর সঙ্গে বাইকে চেপে দুর্গাপুরে ফিরছিলেন। গলসি বাজার এলাকায় বাইকটি ডিভাইডারে ধাক্কা মারলে বাইকটি উল্টে যায়। বাইকের দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়কে মৃত ঘোষণা করেন। স্বামী সুশান্তবাবু হাসপাতালে চিকিৎসাধীন।

Like Us On Facebook