.
মুম্বাই চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ১১তম কাঞ্চন উৎসবের। উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব ঘিরে প্রতিদিনই থাকবে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন মিকা সিং, পাপন, অঙ্কিত তিওয়ারি, ঋতু পাঠক, সনম পুরী, তুলসী, মহ. ইরফান প্রমুখ। ৪০ লক্ষ টাকা বাজেটের এই উৎসবে সরকারি ও বেসরকারি প্রায় ১৮০টি স্টলের পাশাপাশি থাকছে পুষ্পপ্রদর্শনী এবং ‘ডগ শো’।
Like Us On Facebook