কাঁথিতে অমিত শাহের সভার পরবর্তী ঘটনার জেরে গোটা রাজ্যের সমস্ত বিজেপি নেতা কর্মীদের যেকোনো সভায় যাওয়ার সময় আত্মরক্ষার্থে সঙ্গে লাঠি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে গেলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা। বুধবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যাওয়ার পথে বর্ধমানে আসেন রাহুল সিনহা। ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা সফল করে তুলতে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রাহুলবাবু।
এরপর সাংবাদিক বৈঠকে তিনি গতকাল কাঁথির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে মারাত্মক বলে মন্তব্য করেন। কাঁথির ঘটনায় সেখানকার পুলিশ সুপার এবং ওসিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে বলে তিনি জানিয়ে যান। তিনি বলেন, বিজেপির এতবড় একটা মিটিং থাকা সত্ত্বেও পুলিশ কেন তৃণমূলের বাইক বাহিনীকে অনুমতি দিল? এটা পুর্ব পরিকল্পিত সন্ত্রাস বলে অভিযোগ করেছেন রাহুলবাবু। বাইক বাহিনীই কাল পরিকল্পিত হামলা চালায় বলে তাঁর অভিযোগ। তিনি জানিয়েছেন, বিজেপি কর্মীদের হাতে লাঠি নিয়ে যাওয়ার কথা বলা কখনই গণতন্ত্রের কথা নয়, কিন্তু তাঁরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তার জেরেই আত্মরক্ষার্থে এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা নিরুপায় হয়েই।