পৌষ সংক্রান্তির দিন পানাগড়ে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ‘মুড়ি মেলা’। জানা গেছে, যেখানে মেলা বসে সেখানে একটা পুকুর রয়েছে তার চার পাশে আছে জঙ্গল। এলাকার রাখালরা একসময় গরু চড়াতে আসতো ওই জায়গায়। মকর সংক্রান্তির দিন তারা গামছায় মুড়ি-তেলেভাজা নিয়ে গরু চড়াতে আসতো এবং ওই পুকুরে স্নান করে তারা মুড়ি-তেলেভাজা খেত।

পরে স্বপ্নাদেশ পেয়ে ওই জায়গায় দেবীর পুজো শুরু হয়। মকর সংক্রান্তির দিন ভক্তরা ওই পুকুরে স্নান করে মন্দিরে পুজো দিয়ে সংক্রান্তি পালন করতেন। ধীরে ধীরে দেবীর মাহাত্ব ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকায়। মকর সংক্রান্তিতে পুকুরে স্নান ও দেবীর মন্দিরে পুজো দেওয়ার ভীড় বাড়তে থাকে। বসতে থাকে মেলা। শীতের দিনে এই মেলার মাঠে বসে নিজেদের পরিবারকে নিয়ে ছোট্ট একটা পিকনিকে মাতেন মানুষ। তবে পিকনিকের মেনু গরম তেলেভাজার সঙ্গে সেই মুড়ি। দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসায় এই মেলার নামই হয়ে গেছে মুড়ি মেলা।



Like Us On Facebook